অভিনেত্রী শাহনাজ খুশি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত, চোখে ১০ সেলাই

অভিনেত্রী শাহনাজ খুশি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত, চোখে ১০ সেলাই
অভিনেত্রী শাহনাজ খুশি গত মঙ্গলবার রমনা পার্কে হাঁটার পর ইস্কাটনের বাসায় ফিরছিলেন, এমন সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে চোখ, কপাল ও শরীরে আঘাত পান। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চোখের ওপরে ১০টি সেলাই দেন। তাঁর ছেলে, অভিনেতা দিব্য জ্যোতি জানান, সিটিস্ক্যান করানো সম্ভব হয়নি কারণ মায়ের চোখের ওপর মারাত্মক আঘাত লেগেছে এবং তার ডান চোখের পাশে এখনো অনুভূতি নেই। চশমার ফ্রেম ভেঙে চোখের কাছে ঢুকে যায়, তবে ভাগ্য ভালো যে চশমার গ্লাস চোখে ঢোকেনি। শাহনাজ খুশি ফেসবুকে পোস্ট করে নিজের অবস্থা জানিয়ে লেখেন, দুর্ঘটনার পর ১০টি সেলাইয়ের কথা উল্লেখ করে তিনি আশার কথা জানান যে, তার চোখ অন্ধ হয়নি এবং মাথায় গুরুতর আঘাতও হয়নি। তিনি ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন, উল্লেখ করে যে তিনি গলির ভেতরের রাস্তায় একেবারে কিনার দিয়ে হাঁটছিলেন, কিন্তু তবুও অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়। অভিনেত্রী তার পোস্টে আরও বলেন, এখনো তিনি শারীরিকভাবে সেরে ওঠেননি এবং সেই ভয়াবহ মুহূর্ত ভুলতে পারছেন না। তিনি সবার জীবনের নিরাপত্তা কামনা করে সবাইকে সচেতন থাকতে এবং রাস্তার নিরাপত্তা বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।