ফের বলিউড পা রাখছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া

ফের বলিউড পা রাখছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া
এসএস রাজামৌলী পরিচালিত ‘এসএসএমবি২৯’ ছবির মাধ্যমে ফের বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। দক্ষিণী ছবিতে কাজ করতে এসে, প্রিয়াংকা দাবি করেছেন বড় অঙ্কের পারিশ্রমিক। জানা গেছে, তিনি ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন, যদিও এর চেয়ে বেশি দাবি করেছিলেন তিনি। নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এই পারিশ্রমিকে রাজি হন প্রিয়াংকা। প্রিয়াংকা চোপড়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, এবং বিশ্বসুন্দরী খেতাব জেতার পর বলিউডে প্রবেশ করেন। এরপর তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন, শুধুমাত্র অভিনয়ই নয়, গানের জগতেও তার খ্যাতি রয়েছে। এখন তিনি হলিউড থেকে দেশে ফিরছেন, তবে এবার তার গন্তব্য দক্ষিণী ছবির পর্দা। বর্তমানে প্রিয়াংকা চোপড়া ভারতীয় সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে পরিচিত হতে যাচ্ছেন। তার পরবর্তী কাজ হিসেবে ‘এসএসএমবি২৯’ ছবির কাজ শুরুর ঘোষণা শিগগিরই আসবে, তবে তার আগেই ছবির নাম এবং অন্যান্য বিষয়ে নির্মাতারা ঘোষণা দেবেন।