রাজধানীর কামরাঙ্গীরচরে ২৮ জানুয়ারি 'সোনার থালা' রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি নিয়ে যে খবর ছড়িয়েছিল, তা ভুল দাবি করেছেন অভিনেত্রী নিজেই। অপু বিশ্বাস জানান, রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি ভিডিওবার্তা চেয়েছিল, যা তিনি প্রদান করেননি। তবে এবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
‘সোনার থালা’ রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্যপরিচালক ও অভিনেতা প্রিন্স রানা অভিযোগ করেছেন, অপু বিশ্বাসকে ১ লাখ টাকায় রেস্তোরাঁ উদ্বোধন করার জন্য কনফার্ম করা হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে উপস্থিত হননি। অনুষ্ঠানের আগের দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষমেশ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছাড়া রেস্তোরাঁ উদ্বোধন করতে হয়। এরপর তিনি ৫০ হাজার টাকা ফেরত চাওয়ার পর অপু বিশ্বাস বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব জানিয়েছেন, অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তারা এবং এ বিষয়ে তদন্ত চলছে।