আমার গাড়ি-বাড়ি কিছুই নেই : আরশ খান

আমার  গাড়ি-বাড়ি কিছুই নেই : আরশ খান
আরশ খান বলেন, “আমি যখন ভ্যান থেকে জামাকাপড় কিনি, তখন অনেকেই অবাক হন। তবে আমি কখনো এসব বিষয় অন্যভাবে দেখি না। এসব প্যান্ট দামি ব্র্যান্ডের হলেও, আমাদের দেশের গার্মেন্টসের তৈরি। এগুলো বিদেশে রপ্তানি হয়। মাঝে মাঝে আমি দামি ব্র্যান্ডে আগ্রহী না, এখানে আমি বেশ আরামদায়ক বোধ করি।” তিনি আরও বলেন, “অনেক তরুণ-তরুণী দামি জামাকাপড়ের জন্য পরিবারকে চাপ দেন। তাদের আমি শুধু বলব, মায়েদের বা বাবাদের ওপর চাপ সৃষ্টি করবেন না, কারণ তাদের কষ্ট হতে পারে।” আরশ খান তাঁর গাড়ি না থাকার বিষয়ে জানান, “আমার যে গাড়ি নেই, এটা বোঝানো খুব কঠিন। আসলে আমার কাছে এত টাকা নেই, আর যখন টাকা আসে, তখন থাকে না। গাড়ি প্রয়োজনীয় হলেও, আমি এখনো সেটা ভাবছি না, সামনে হয়তো হবে। তবে আমি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।” তিনি শেষে বলেন, “সুস্থ থাকতে পারার জন্য সবাইকে দোয়া করতে বলব।”