আগামীকাল, বুধবার, ৩৯ পেরিয়ে ৪০ বছর পূর্ণ করবেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার জন্মদিন উদ্যাপনের আগে গতকাল রাতে তিনি মাঠে নামেন, যেখানে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করেন। আল ওয়াসলের বিরুদ্ধে ৪-০ গোলে জয়লাভের মাধ্যমে রোনালদো যেন নিজেকে জন্মদিনের উপহারই দিলেন। 
এই ম্যাচে, প্রথম গোলটি তিনি করেন পেনাল্টি থেকে ম্যাচের ৪৪ মিনিটে এবং দ্বিতীয় গোলটি আসে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত হেডে। এই গোল দুটি রোনালদোর চলতি মৌসুমে আল নাসরের হয়ে ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯২৩-এ পৌঁছেছে, আর ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে মাত্র ৭৭ গোল দূরে রয়েছেন তিনি।
রোনালদো যদিও ১০০০ গোল নিয়ে খুব বেশি চিন্তা করছেন না, একটি সাক্ষাৎকারে তিনি জানান, যদি তিনি এটি অর্জন করেন, তবে সেটি দারুণ হবে, কিন্তু তিনি এতে মগ্ন হননি। জন্মদিনের আগের রাতে গোল করার পর তিনি তার ভক্ত-সমর্থকদের জন্য একটি নতুন উদ্যাপনও উপহার দেন, যেখানে প্রথমে বিমানের মতো হাত তুলে তার পর নিচে নামিয়ে আনেন।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					