নাটকের অভিনেতা এফ এস নাঈম দীর্ঘ ১৫ বছর পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন। ২০১০ সালে ‘জাগো’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, যা ছিল তার শেষ সিনেমা। এবার, ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। এটি সরকারি অনুদানে নির্মিত এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
এই সিনেমায় নাঈমের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমাটি নিয়ে নাঈম বলেন, তিনি মনে করেন, দর্শকদের কাছ থেকে খুব বেশি দূরে ছিলেন না, কারণ তিনি নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত কাজ করছেন। তবে প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় পর সিনেমা মুক্তি পাওয়ার অনুভূতি তার কাছে ভিন্ন, এবং তিনি দর্শকদের প্রতিক্রিয়া আশা করছেন।
অনুদানের সিনেমা নিয়ে কিছু দর্শকদের অনাগ্রহ থাকলেও, নাঈম বলেন, দেশে এখনও অনেক সিনেমাপ্রেমী আছেন যারা দেশের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। তিনি আশা করেন, তারা সিনেমাটি দেখবেন এবং তাদের মতামত জানাবেন। তিনি আরও বলেন, কোন নির্মাতা বা শিল্পীই চান না তাদের সিনেমা খারাপ হোক, তাই তিনি তার অভিনয় ও নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছেন।