ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ক্যারিবিয়ান সাগরের কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, তবে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি আশা করা হয়নি।
সুনামি সতর্কতা Puerto Rico এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য দেওয়া হয়েছে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, ভূমিকম্পের পর কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাসসহ ৬২০ মাইলের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়। তবে, এসব দেশের উপকূলে সুনামি সতর্কতা চালু করা হয়েছে।
ক্যারিবিয়ান সাগরে এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ঘটনা নতুন নয়। ২০২০ সালের জানুয়ারিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প এবং ২০১৮ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পও সেখানে আঘাত হেনেছিল। ওই সময় পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।