এবার চীনা এআই প্রযুক্তি 'ডিপসিক' নিষিদ্ধ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এবার চীনা এআই প্রযুক্তি 'ডিপসিক' নিষিদ্ধ করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা চীনা তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। মার্কিন সিনেটর জশ হাওলি একটি বিল উত্থাপন করেছেন, যার মাধ্যমে সরকারি ডিভাইস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই চ্যাটবট ব্যবহার করা হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিল অনুযায়ী, আইন ভঙ্গ করলে ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার জরিমানা এবং ২০ বছরের কারাদণ্ড হতে পারে, আর ব্যবসায়িক ক্ষেত্রে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ‘ডিপসিক’ নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো গোপনীয়তা এবং নিরাপত্তা। মার্কিন প্রশাসন দাবি করছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করে। হাওলির মতে, ডিপসিক ব্যবহার করলে মার্কিন নাগরিকদের তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়াও, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতালি, তাইওয়ান ও অস্ট্রেলিয়াও ডিপসিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটছে। তবে ভারত এ বিষয়ে ভিন্ন পথ অনুসরণ করেছে, যেখানে আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ডিপসিককে স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।