পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে চলেছেন, যা নিয়ে অনেক দিন ধরে জল্পনা ছিল। আল নাসরের এক কর্মকর্তা সোমবার এএফপিকে জানান, উভয় পক্ষ চুক্তি নবায়নের বিষয়ে সম্মত হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়নি। কয়েক দিনের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রোনাল্ডো ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দিয়েছিলেন, এবং তার বর্তমান চুক্তি ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তিনি ক্লাবটির হয়ে ৯০ ম্যাচে ৮২টি গোল করেছেন। ৪০ বছর বয়সী রোনাল্ডো ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি আল নাসরে তার পেশাদার ক্যারিয়ার শেষ করতে চান, এবং নতুন চুক্তিতে আরও এক বছর এই ক্লাবে থাকবেন।
দুই বছর আগে ২৫০ মিলিয়ন ডলারের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়া রোনাল্ডো তার ক্যারিয়ারের শেষ অধ্যায় এখানে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি এখনো সৌদি বা এশিয়ান কোন বড় ট্রফি জিততে পারেননি, তবে তার হাতছানি দিয়ে যাচ্ছে আরও অনেক রেকর্ড, যেমন ১,০০০ পেশাদার গোলের মাইলফলক।