সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনকারী নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন শর্ত ও নির্দেশনা জারি করেছে। এবার শুধু তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে, যারা একবারও হজ পালন করেননি। তবে, হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।
রেজিস্ট্রেশন করার জন্য সৌদি নাগরিকদের ন্যাশনাল কার্ড এবং প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন, তবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। হজ প্রোগ্রাম শুরু হওয়ার পর যদি কেউ হজে না যেতে চান, তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।
সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে এবং পবিত্র স্থানগুলোর চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনা মানতে হবে। নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।