লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ হাজ্জার জানিয়েছেন, বৈরুত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) কনভয়ের ওপর হামলার ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রফিক হারিরি বিমানবন্দরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে মুখোশধারী বিক্ষোভকারীরা হিজবুল্লাহ এবং ইরানের পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে এবং ইউএনআইএফআইএল কনভয়ের ওপর হামলা চালায়। তারা তিনটি গাড়ির মধ্যে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং শান্তিরক্ষীদের ধাওয়া করে।
লেবাননের সেনা গোয়েন্দা বিভাগ হামলার ঘটনায় ২৫ জনকে আটক করেছে এবং তাদের মধ্যে এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর তথ্য বিভাগ জিজ্ঞাসাবাদ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, রাস্তা অবরোধ ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর আক্রমণ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। হামলার পর লেবাননের সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে টহল জোরদার করেছে।
এ ঘটনায় লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি করেছেন। জাতিসংঘও হামলার তীব্র নিন্দা করেছে, এবং লেবাননের কর্তৃপক্ষ ইরান থেকে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারণ ইরান থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।