গত বছরের শেষদিকে জানা যায়, 'বাহুবলী' খ্যাত দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন, যেখানে তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধবেন। প্রিয়াঙ্কা, দীর্ঘ ছয় বছর পর বলিউডে ফিরছেন, কারণ গত কয়েক বছর তিনি স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় বসবাস করছেন এবং হলিউডে কাজ করছেন। সিনেমার শুটিং ভারত, আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে হবে এবং এটি ২০২৭ সালে মুক্তি পাবে।
মহেশ বাবু সিনেমায় একজন অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন, যার চরিত্রের বৈশিষ্ট্য হবে লর্ড হনুমানের মতো। প্রিয়াঙ্কার চরিত্রও একটি দেবীর ছায়া নিয়ে হবে। যদিও নির্মাতা সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ভারতীয় গণমাধ্যমে এসব তথ্য অনুমানের ভিত্তিতে জানা গেছে। মহেশ বাবু ও প্রিয়াঙ্কার ভক্তরা তাদের প্রিয় তারকার রসায়ন দেখার জন্য বেশ আগ্রহী।
এবার শুটিং শুরুর খবর এসেছে। ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে অংশ নিতে আমেরিকা থেকে মুম্বাই আসেন তিনি, তারপর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দরাবাদে উড়াল দিয়েছেন। সেখানে তিনি মহেশ বাবুর সঙ্গে সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে নতুন অধ্যায়ের সূচনার কথা জানিয়েছেন।