তোমরা ওর ফ্যান বলে অন্য মানুষকে ছোট দেখাতে পার না

তোমরা ওর ফ্যান বলে অন্য মানুষকে ছোট দেখাতে পার না
মাস কয়েক আগে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে তার বৌদি শ্রীমার সংঘাত সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসে। শ্রীমার একটি পোস্ট, যেখানে তার স্বামী আদিত্য রাই, দুই সন্তান ও শাশুড়ি বৃন্দা রাইয়ের সঙ্গে ছবি ছিল, কিন্তু ঐশ্বরিয়া বা তার মেয়ে আরাধ্যা সেখানে ছিলেন না, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর মাধ্যমে বচ্চন পরিবারের অনুরাগীরা সামাজিক মাধ্যমে শ্রীমাকে সমালোচনা করতে শুরু করেন। শ্রীমা তখন ঐশ্বরিয়াকে বিঁধে বিভিন্ন মন্তব্য করেন, তবে ঐশ্বরিয়া তার কোনো প্রতিক্রিয়া জানাননি। এর পরে, শ্রীমার পক্ষ থেকে জানানো হয় যে তিনি ব্লগিং শুরু করার আগে দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন এবং ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তিনি আরও বলেন, "আমি কারও নাম ভাঙিয়ে কিছু করি নি, নিজের ক্ষমতায় নিজের ক্যারিয়ার তৈরি করেছি।" শ্রীমা তার ননদের অনুরাগীদেরও তীব্র সমালোচনা করেন এবং বলেন, "তোমরা তার ফ্যান হয়ে অন্য মানুষকে ছোট দেখাতে পার না।" তিনি বলেন যে এই ঘটনার পর তাকে অনেক ট্রলিংয়ের সম্মুখীন হতে হয়েছে এবং তার ননদকে খারাপ ভাবা শুরু হয়।