ঢালিউডের প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এবং অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তার নিজ বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের হামলার শিকার হন। জমিসংক্রান্ত বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটে। হামলায় লামিয়া এবং দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী শারমিন প্রীতি আহত হন। হামলার পর, উভয়পক্ষই স্থানীয় বিএনপি নেতা শেখ মারুফের নামসহ পাল্টাপালটি অভিযোগ করে।
লামিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় শারমিন প্রীতি এবং তার দলবল তাদের বাড়িতে জোরপূর্বক পিলার বসাতে আসে এবং বাধা দিলে হামলা চালায়। এতে লামিয়া ও তার পরিবারের সদস্যরা আহত হন এবং লামিয়ার গাড়ি ভেঙে ফেলা হয়। প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান। অন্যদিকে, শারমিন প্রীতি অভিযোগ করেছেন যে, দীর্ঘ ৭ বছর আগে তার স্বামী টিপু মারা যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে এবং লামিয়া তার ওপর হামলা করেছে।
লামিয়া তার অভিজ্ঞতা শেয়ার করে জানান, তার ওড়না টেনে ছিঁড়ে ফেলা হয় এবং পরে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পা ভেঙে দেয়। তিনি আরো দাবি করেন, তার খালাকে আটকে রাখা হয়েছে। সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি প্রশ্ন করেন, "আমার পাশে কি কেউ নেই?"
এদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেছেন, তিনি ওই ঘটনার সময় কোনো দলীয় পরিচয়ে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে উপস্থিত ছিলেন এবং দাবি করেছেন যে, বিএনপি নেতারা জমিদখলের সঙ্গে জড়িত ছিলেন না। সোনারগাঁও থানার ওসি এমএ বারী জানান, এই বিষয়ে এখনও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি, তবে জমিসংক্রান্ত বিরোধের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।