লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ, সতর্ক অবস্থানে নিউজিল্যান্ড

লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ, সতর্ক অবস্থানে নিউজিল্যান্ড
মিচেল স্যান্টনার বাংলাদেশের ব্যাটিং শক্তির প্রশংসা করলেও, কিউই অধিনায়ক সতর্ক হয়েছেন এবং বড় মঞ্চে টাইগারদের শক্তি বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে বাংলাদেশের শঙ্কা টপ অর্ডারে রান না পাওয়া, মিডল অর্ডারের ধুঁকতে থাকা এবং লোয়ার অর্ডারেও সময়মতো ঝলক না দেওয়া। এর ফলে, কিউইদের বিপক্ষে লড়াইয়ের আগে বাংলাদেশ তাদের নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের বাঁচা-মরার লড়াই। কোচ ফিল সিমন্স সতর্ক হয়ে জানিয়েছেন, রান করতে হবে এবং প্রতিপক্ষকে কোনভাবেই বেশি রান করতে না দিতে হবে। তিনি দলের জন্য লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন—৩০০ প্লাস রান করাই হবে মূল লক্ষ্য। এমনকি গত ম্যাচে ২০০ রানে আটকে যাওয়ার পরও, সিমন্স আশাবাদী যে ভালো শুরু পেলে এবার ফল ভিন্ন হবে। কিউইদের টপ অর্ডার আত্মবিশ্বাসী হলেও বাংলাদেশের পেস ও মিডল অর্ডার নিয়ে তাদের কিছু চিন্তা রয়েছে। তবে কিউই অধিনায়ক নিশ্চিত যে, তারা যদি ব্যাটিংয়ে ৩০০ ছাড়িয়ে যেতে পারে, তবে টাইগারদের আটকানো সম্ভব হবে। বাংলাদেশের অতীতের কিছু পরিসংখ্যান যদিও কিউইদের বিপক্ষে অনুকূল নয়, কিন্তু ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সুখস্মৃতি এখনও জ্বলজ্বল করে। সেই স্মৃতি পুনরায় জীবিত হবে কিনা, তা সময়ই বলে দেবে।