আফগানিস্তানের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা এবং ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া, আরও ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়। ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার জানান, শিলা ও বৃষ্টির ফলে প্রদেশের বিভিন্ন স্থানে ২১ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৬ জন আহত হয়েছেন।
কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি বিবৃতিতে জানানো হয়, ভারি বৃষ্টির কারণে সেখানে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে স্থান পেয়েছে এবং দেশটি বিশেষভাবে এর প্রভাবের সম্মুখীন হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে আরও তীব্র হচ্ছে। ২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় ও কৃষি উৎপাদনশীলতার হ্রাস আফগানিস্তানের প্রধান হুমকি। ২০২২ সালের মে মাসে আকস্মিক বন্যায় শত শত মানুষ প্রাণ হারিয়েছিল এবং কৃষিজমি ডুবে গিয়েছিল, যা দেশটির ৮০ শতাংশ মানুষের জীবিকার উৎস।