মাতৃত্বকালীন ছুটি শেষ করে, শাহরুখের হাত ধরে ফিরছেন দীপিকা

মাতৃত্বকালীন ছুটি শেষ করে, শাহরুখের হাত ধরে ফিরছেন দীপিকা
মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন দীপিকা পাড়ুকোন। গত সেপ্টেম্বরে তিনি মা হয়েছেন এবং এখন মেয়ে দুয়াকে নিয়ে সময় কাটাচ্ছেন। তবে শোনা যাচ্ছে, খুব শিগগিরই তিনি ‘পাঠান ২’ ছবির মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছেন। এই ছবিতে দীপিকা স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে অভিনয় করবেন এবং তার চরিত্রটি নিয়ে আরও চমক আসছে, এমনটি জানিয়েছে যশরাজ ফিল্মস। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়, যা শাহরুখ খানের দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরতে সাহায্য করে। প্রথম ছবির পর থেকে সিনেমাপ্রেমীরা সিকুয়েলের জন্য অপেক্ষা করছিলেন, আর সেই অপেক্ষা শেষ হতে চলেছে। ‘পাঠান ২’-এর চিত্রনাট্য প্রস্তুত এবং সংলাপ লেখা চলছে। শুটিং শুরু হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যশরাজ ফিল্মস। নির্মাতা আদিত্য চোপড়া reportedly ছবির সিকুয়েলের কাজ প্রথম ‘পাঠান’ মুক্তির আগেই শুরু করেছিলেন, এবং তিনি চান যে সিকুয়েলটি প্রথম ছবির রেকর্ড ভাঙবে। তবে এই ছবির পরিচালকের নাম এখনও চূড়ান্ত হয়নি। সিদ্ধার্থ আনন্দ সিকুয়েলের পরিচালক নন, এমনকি আদিত্য নিজেই পরিচালনা করার কথা ভাবছেন, অথবা ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়েরও এই দায়িত্ব দেওয়া হতে পারে। ‘কিং’ ছবির শুটিং শেষ হলে শাহরুখ খান ‘পাঠান ২’ এর শুটিং শুরু করবেন।