ইন্দ্রজিৎ চক্রবর্তী পরিচালিত ‘রং রুট’ নামের একটি ছবিতে ‘মন এ কেমন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল । প্রথমবারের মতো কলকাতার ছবিতে গাইলেন তিনি। টালিউডে ইমরানের সঙ্গে গেয়েছেন বলিউডের সংগীতশিল্পী মহালক্ষ্মী আইয়ার। গানটির সুর ও সংগীত করেছেন দেব সেন। লিখেছেন রিভো। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী। ১২ জানুয়ারি রং রুট কলকাতায় মুক্তির কথা।
এর সুর ও সংগীতায়োজন করেছেন দেব সেন। এতে ইমরানের সঙ্গে গেয়েছেন বলিউড ও কলকাতার আলোচিত গায়িকা মহালক্ষ্মী আইয়ার। এটি লিখেছেন রিভো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরান লিখেছেন, ‘উপভোগ করুন এই ফুরফুরে প্রেমের গান। এবারই প্রথম কলকাতার ছবির জন্য গাইলাম।’
গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস।