আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর নিজের উচ্চতা নয় সেন্টিমিটার অর্থাৎ তিন দশমিক পাঁচ ইঞ্চি বেড়ে গেছে এক নভোচারীর। এক টুইট বার্তায় জাপানের নরিশিগে কানাই নামের ওই নভোচারী এ কথা জানিয়েছেন।
যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি আশংকা প্রকাশ করেন, জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যুজ নভোযানে তিনি আটবেন কিনা।
মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।
ব্রিটেনের মহাকাশ বিজ্ঞানী লিবি জ্যাকসন বলছেন, কানাইয়ের ৯ সে.মি উচ্চতা বেড়ে যাওয়া বেশ বেশি, কিন্তু এটি সম্ভব। একেক মানুষের শরীরের গঠন একক রকম।