কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন নিয়ে কাজ করছে ফেসবুক, যেখানে ভিডিও থেকেও মানুষের চেহারা শনাক্ত করা যাবে। অর্থাৎ ভিডিওতে থাকা ব্যক্তির ছবি দেখে নাম বলে দিবে ফেসবুক।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ম্যাশেবলকে এ তথ্য জানান ফেসবুকের এপ্লাইড মেশিন লার্নিংয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো কানডেলা। ফেসবুক বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলনে তিনি ম্যাশেবলকে বলেন, ভিডিও ট্যাগিং প্রযুক্তির উন্নয়ন ব্যক্তিকে নিয়ে আমাদের গবেষণাকে আরও সহজ করবে।
বিষয়টি ভবিষ্যতকে আরও সহজ করবে জানিয়ে তিনি বলেন, ভিডিওর নির্দিষ্ট ফ্রেমের ঠিক কোথায় ব্যক্তিটি উপস্থিত ছিলেন তাও বলতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার। ফলে শুধুমাত্র ব্যক্তিকেই শনাক্ত করা যাবে এমন নয়, ঠিক কোন সময়ে এবং কোন জায়গাতে উপস্থিত ছিলেন সেটাও বুঝতে পারা সম্ভব হবে।
ইতোমধ্যেই মুখ চেনার শক্তিশালী একটি প্রযুক্তি ফেসবুকে রয়েছে। ভিডিও ট্যাগিং হবে যোগাযোগ মাধ্যমের নতুন এক প্রযুক্তি। কানডেলা আরও জানান, স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন দেওয়ার প্রযুক্তির কথাও ভাবছে ফেসবুক।