'ঢাকা অ্যাটাক' নির্মাতা দীপঙ্কর দীপন এর নতুন সিনেমা ‘ডু অর ডাই’

'ঢাকা অ্যাটাক' নির্মাতা দীপঙ্কর দীপন এর নতুন সিনেমা ‘ডু অর ডাই’

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপনের নতুন চলচ্চিত্র ‘ডু অর ডাই’। সেই একই থ্রিল রাখতে যাচ্ছেন নতুন এই ছবিতেও।

মহান মুক্তিযুদ্ধ চলাকালে দুর্ধর্ষ বিমান হামলা ‘অপারেশন কিলো ফ্লাইট’ নিয়েই ছবিটির গল্প।

অপারেশন কিলো ফ্লাইটের অধিকাংশ বীর নায়কদের উপস্থিতিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে গত বুধবার বেলা ১১টায় এই চলচ্চিত্রের কনসেপ্ট পোস্টার উন্মোচনের মাধ্যমে নাম ঘোষণা দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এম.পি ।

অনুষ্ঠানে দীপংকর দীপন জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে সংগঠিত কালজয়ী ‘কিলো ফ্লাইট’ অপারেশনের অবিশ্বাস্য গল্প নিয়েই ছবিটি নির্মিত হবে। এই অপারেশনের হাত ধরেই বাংলাদেশে বিমান বাহিনীর সূত্রপাত। সেই অপারেশনের অন্যতম একজন সদস্য শামসুল আলম বীরউত্তমের জীবনের নানা নাটকীয় ঘটনা নিয়ে নির্মিত হবে ‘ডু অর ডাই’। তার (শামসুল আলম) চরিত্রটিই পর্দায় নায়ক হিসেবে হাজির হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিলো ফ্লাইট অপারেশন এর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম, ফ্লাইং অফিসার বদরুল আলম বীর উত্তম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল খালেক বীর প্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, কর্পোরাল মোঃ রুস্তম বীর প্রতীক, চলচ্চিত্র ও মিডিয়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব ও সাংবাদিকেরা। ‘ডু অর ডাই’ সিনেমার রাইটার টিম ‘সিনেমাস’ এ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।