বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। দীর্ঘ বিরতির পর আবারো রুপালি পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি তার পরবর্তী সিনেমা হিচকি’র ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ অভিনেত্রী।
অভিনয় ক্যারিয়ারে একাধিকবার কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্স করেছেন রানী। শুটিং করতে গিয়ে অস্বস্তি বোধ করেছেন কিনা জানতে চাওয়া হলে রানী বলেন, ‘পর্দায় কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্সে আমি স্বস্তিইবোধ করেছি। অনেক অভিনেতার সঙ্গেই পর্দায় রোমান্স করেছি। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি পরিচালকের নির্দেশ মেনে চলি।’
স্বামী আদিত্য চোপড়াও কি বিষয়টি স্বাভাবিকভাবে নেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কেন নয়? তিনি একজন অভিনেত্রীকে বিয়ে করেছেন। বিয়ের সময় তার চোখ বেঁধে রাখা হয়নি। তা হলে এ নিয়ে তার সমস্যা কেন হবে?’
রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মারদানি। ২০১৪ সালে মুক্তি পায় এটি। ২০১৫ সালে রানীর মেয়ে আদিরার জন্ম হয়। এরপর থেকেই মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। ফলে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে সাময়িক বিরতিতে থাকতে হয় তাকে। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার হিচকি সিনেমাটি।