বড়দিন উপলক্ষে ঢাকায় মুক্তি পাচ্ছে রক এর ছবি; জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বড়দিন উপলক্ষে ঢাকায় মুক্তি পাচ্ছে রক এর ছবি; জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বড়দিনকে সামনে রেখে ২২ ডিসেম্বর দু’টি ছবি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। একটি হলো, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’ সিরিজের নতুন ছবি ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল’। অন্যটি হিউ জ্যাকম্যান অভিনীত মিউজিক্যাল ড্রামা ছবি ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’।

 

২২ বছর পর পর্দায় আসছে ‘জুমানজি’ সিরিজের দ্বিতীয় ছবি। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘জুমানজি’। ছবিটি সেসময় বেশ সাড়া জাগিয়েছিলো। এবারের ছবির নাম ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জেইক কাসডন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক, কারেন গিলান, নিক জোনাস প্রমুখ।

 

অন্যদিকে মিউজিক্যাল ড্রামা ছবি ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’-এ হিউ জ্যাকম্যান ছাড়া আরও অভিনয় করেছেন জ্যাক এফরন, মাইকেল উইলিয়ামস, রেবেকা ফার্গুসনসহ আরও অনেকে।

 

বড়দিনকে সামনে রেখে আজ (২০ ডিসেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবি দুটি। যা ২২ ডিসেম্বর থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখতে পারবেন দর্শকরা।