মি টু’। এ বার এই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সালমা হায়েক। হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টেইনের বিরুদ্ধে মুখ খুললেন সালমা।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাত্কারে হার্ভির যৌন নির্যাতনের কথা বলতে গিয়ে সালমা বলেন, ‘‘হার্ভি আমার কাছে দীর্ঘকাল দৈত্যের মতো ছিল। কিন্তু ওর প্রতি আমি কতটা বিরক্ত, কতটা রেগে ছিলাম তা কখনও ওর
সামনে প্রকাশ করতাম না।’’
হার্ভির বিরুদ্ধে এ হেন অভিযোগ প্রথম নয়। প্রথম এ বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি এবং গেনিথ পাল্টরো। তার পরই একে একে আরও অভিযোগ সামনে আসে। সালমার দাবি, হার্ভির বিরুদ্ধে অনেকে মুখ খোলায় তিনিও প্রকাশ্যে এ নিয়ে সরব হয়েছেন।
সালমার অভিযোগ, ২০০২-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্রিডা’য় হার্ভি এক মহিলার সঙ্গে অনস্ক্রিন যৌন দৃশ্যে তাঁকে অভিনয় করতে বাধ্য করেন। কথা না শুনলে হার্ভি ওই ছবির প্রযোজনা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। সালমার কথায়, ‘‘আমার ক্যারিয়ারে ওই প্রথম বার এবং শেষ বার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল।’’
হার্ভির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বেভারলি হিলস এবং লন্ডন পুলিশ। এই পরিস্থিতিতে সালমার মত, ‘যত দিন না আমাদের ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষের মধ্যে সমতা আসবে, তত দিন এই ধরনের সমস্যা চলবেই। ‘