দারুণ বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। তৃতীয়বারের মতো পেল বোনাস পয়েন্ট। জিম্বাবুয়ে ইনিংসে নেই কোনো ফিফটি। নেই কোনো পঞ্চাশ রানের জুটি।
শুরুতে দুটি করে উইকেট নিয়ে অতিথিদের কাঁপিয়ে দেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। উইকেট শিকারে পরে যোগ দেন সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার সাকিব। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ, সানজামুল ও মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৩৬.৩ ওভারে ১২৫ (মাসাকাদজা ৫, মিরে ৭, আরভিন ১১, টেইলর ০, রাজা ৩৯, মুর ১৪, ওয়ালার ০, ক্রিমার ২৩, জার্ভিস ১০, চাতারা ৮, মুজারাবানি ০*; সাকিব ৩/৩৪, মাশরাফি ২/২৯, সানজামুল ২/২৮, মুস্তাফিজ ১/১৬, রুবেল ১/১৮)
জিম্বাবুয়েকে ১২৫ রানে থামিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান। কাইল জার্ভিসকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।
৩৬.৩ ওভারে গুটিয়ে গেল অতিথিরা। ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। মুস্তাফিজের মাথার ওপর দিয়ে উড়াতে চেয়েছিলেন জার্ভিস। টাইমিং হয়নি। মিড অফে সহজ ক্যাচ ধরেন মাহমুদউল্লাহ।