জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। ক্যারিয়ারের প্রথম থেকে বিষ্ময়কর সাফল্য অর্জন করেন তিনি। তার গাওয়া বেশ কিছু গান অল্প সময়ের মধ্যে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। তার প্রথম তিনটি একক অ্যালবামই ছিলো সুপারহিট। গায়কির পাশাপাশি মিলা চমক তৈরি করেন মিউজিক ভিডিওতে অনবদ্য পারফর্ম করেও। এছাড়াও স্টেজে পারফর্মার হিসেবেও নিজেকে শীর্ষে নিয়ে যান মিলা। তবে ক্যারিয়ারের সর্বোচ্চ স্থানে থাকা অবস্থায় হঠাৎ করেই এ পপ তারকা নতুন গান প্রকাশ বন্ধ করে দেন। সীমাবদ্ধ থাকেন কেবল স্টেজে। যার ফলে প্রায় কয়েক বছর মিলার কাছ থেকে নতুন গান পাননি শ্রোতারা। তবে মধ্যে ‘নাচো’ শীর্ষক গান প্রকাশ করে আবার চমক তৈরি করেন তিনি। এ গানটিও সফলতা পায়। এদিকে চলতি বছররের মে মাসে মিলা বিয়ে করেন পাইলট পারভেজ সানজারিকে। ১০ বছর সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ঠিক ১৩ দিনের মাথায়ই মিলা সানজারীর একাধিক সম্পর্কের কথা জানতে পারেন বলে জানিয়েছেন। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েক মাস ধরেই দূরত্ব বাড়ছিলো। মিলা অনেক বোঝানোর পরও নাকি সানজারী সেইসব সম্পর্ক বজায় রাখেন। একটা সময় মিলাকে মানসিক ও শারীরিক নির্যাতনও শুরু করেন। যার ফলে নারী নির্যাতন মামলাও করেন মিলা। মামলাটি প্রক্রিয়াধিন থাকলেও মিলা গান এর কাজ শুরু করেছেন। বিশেষ করে স্টেজ পারফরমেন্স শুরু করেছেন আবার। সব মিলিয়ে এখন কেমন আছেন এখন? মিলা বলেন, আসলে কেমন থাকতে পারি এটা হয়তো আপনারাই অনুমান করতে পারেন। কারণ একজন নারীর কাছে বিয়ে বন্ধনটা সব থেকে বড় বিষয়। কিন্তু আমি সেদিক থেকে বড় প্রতারণার শিকার হয়েছি। আমি সানজারীর বিরুদ্ধে মামলাও করেছি। সে কারগারে ছিলো। কিন্তু এখন জামিনে আছে। আমি বুঝি না সে কিভাবে জামিন পায়। তাছাড়া ন্যায়বিচারই বা আমি কতটুকু পাবো! এখন মামলা কি পর্যায়ে আছে? আপনি কি ভাবছেন? মিলা উত্তরে বলেন, আমি মনে করি বিয়ে ভাঙাটা কোন বাহাদুরীর ব্যাপার না। বিয়ে কে সম্মান দিয়ে এর সাথে সমাজে পরিবার গঠনের মাধ্যমে প্রতিষ্ঠা করাতেই বাহাদুরী আছে। সংসার সবাই করতে চায়। যে কোন মানুষ চায় তার সঙ্গী ভাল মানুষ হবে। কিন্তু আমি সেদিক থেকে দূর্ভাগা। আসলে মামলা অনেক অপ্রাসঙ্গিক কথাও আসছে। তাহলে এখন কি করবেন বলে ঠিক করেছেন? মিলা বলেন, মাঝে মধ্যে অসহায় লাগে। কারণ এমন জীবন আমি আশা করিনি। আমার সঙ্গে এমন প্রতারণা হবে সেটা খেয়ালে আসেনি। কিন্তু হয়েছে। মাঝে মধ্যে এসবই স্বপ্ন মনে হয়। কারণ একটা মেয়ে কখনও চায় না তার সংসার ভাঙুক। এখন আর কিছু করার নেই আসলে।