আসছে কম বাজেটের আইফোন ‘এসই ২’ ভিন্ন চেহারা নিয়ে

আসছে কম বাজেটের আইফোন ‘এসই ২’ ভিন্ন চেহারা নিয়ে

আইফোন এক্স ঝড় চলছেই। এরই মধ্যে অ্যাপলের দুনিয়ায় আসছে নতুন সদস্য। সম্পূর্ণ ভিন্ন চেহারা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আবারো তোলপাড় তুলবে আইফোন এসই ২। এ বছরের মাঝামাঝিতেই চলে আসবে বাজারে। আর এই সিরিজটি অ্যাপলের অপেক্ষাকৃত কমদামি মোবাইল হিসেবে দারুণ জনপ্রিয়।

 

আইফোন এসই নামে সেই পুরনো সময়কের কিন্তু মহাশক্তিধর ফোনটি আনা হয় ২০১৬ সালে। এর দাম শুরুহয় ৩৪৯ রুপি থেকে। ছোট আকারের ফোনটি এসেছিল আইফোন ৬ এবং ৬ প্লাসের পর।

 

আইফোন এসই ২ পেছনে কাচের পরত থাকবে বলা হচ্ছে। তারবিহীন চার্জের ব্যবস্থাও নাকি জুড়ে দেওয়া হয়েছে। তবে আইফোন এক্স এর মতো থ্রিডি সেন্সিং প্রযুক্তি পাওয়া যাবে না।

 

যেসব স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকে তাদের পেছনে হয় কাচ কিংবা প্লাস্টিক দেওয়া হয়। বৈদ্যুতিক চৌম্বকক্ষেত্র এবং ইনফ্রারেডে এসব উপাদান খুব কাজ করে।

কিন্তু আগত নতুন ফোনের বিস্তারিত তথ্য এখনও মেলেনি। স্পেসিফিকেশন এবং মডেলের আরো বিস্তারিত তথ্যের জন্যে আরো কিছু দিন হয়তো অপেক্ষায় থাকতে হবে। এর দাম সম্পর্কেও কোনো ধারণা মেলেনি। তবে আগেরটির মতোই কম বাজেটের ফোন হয়েই আসবে।