যারা যারা এন্ড্রয়েডে অ্যাকশনধর্মী গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এল মিনি মিলিশিয়া নামক গেমটি। অনলাইনে ৬ জন কিংবা ওয়াই ফাইতে ১২জনের সাথে খেলতে পারবেন আপনি এই গেমটি।
অফলাইন মোডে প্রশিক্ষণ, কো-ওপ, সারভাইভাল মোড ইত্যাদির মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে আরো শানিয়ে নিতে পারবেন। তিন ধরণের অস্ত্র আপনাকে দেয়া হবে গেমটি খেলবার জন্য। তা হচ্ছেঃ স্নাইপার, শটগান ও ফ্লেমথ্রোয়ার। এছাড়াও গ্রেনেডের মাধ্যমে আপনি বানচাল করতে পারবেন শত্রুদের সকল চাল।
মিনি মিলিশিয়া গেমটির মজার ব্যপার হচ্ছে, এটির কোন উন্নতমানের গ্রাফিক্স নেই কিংবা চোখ ধাঁধানো কোন অ্যানিমেশনও নেই। কিন্তু গেমটি আপনার মাঝে উত্তেজনা কিংবা আনন্দের কোন কমতি রাখবে না। এর কারণ হচ্ছে, এই গেমের সবচেয়ে মজা হচ্ছে মাল্টিপ্লেয়ার ভার্সন। যত বেশি মানুষ মিলে এই গেমটি খেলতে পারবেন, এই গেমের মজা ততই।