যুক্তরাষ্ট্রের সার্চ জায়ান্ট গুগল গত অক্টোবরে নতুন একটি ক্যামেরা উন্মোচনের ঘোষণা দেয়।
যার নাম গুগল `ক্লিপস`। রোববার থেকে এটি বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গুগল সূত্রে জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিজ থেকেই ছবি তুলতে পারে গুগল `ক্লিপস`। মাত্র দুই ইঞ্চি দৈর্ঘ্যের ক্যামেরাটি কাজে লাগিয়ে প্রতি সেকেন্ডে ১৫টি ছবি তোলা যায়।
গুগলের তৈরি ১৬ গিগাবাইট ধারণক্ষমতার ক্যামেরাটির দাম পড়বে ২৪৯ ডলার।