সূচকের বড় পতনে লেনদেন আজও

সূচকের বড় পতনে লেনদেন আজও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৮৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

 

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৯৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬১পয়েন্টে।

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।