প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফিরলেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পদত্যাগ করছেন এমন একটি সংবাদ কয়েকটি অনলাইন মিডিয়ায় প্রকাশ হয় বৃহস্পতিবার ও শুক্রবার। এ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটের একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেছেন।
শিক্ষামন্ত্রী বলেছেন, আমি পদত্যাগ করছি সেটা মিথ্যা ও বানোয়াট। আর নিয়ে কোনো মিডিয়ার সাথে আমার কথোপকথন হয়নি। এটা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিমূলক সংবাদ থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান করছি।
উল্লেখ্য, ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস করে চলছে দুষ্টুচক্র। এমন প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ওঠে। পদত্যাগ করতে প্রধানমন্ত্রী কাছে গিয়েছিলেন নাহিদ।
গত সপ্তাহে এমন একটি খবর কয়েকডজন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হয়। প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী এমন সংবাদ প্রচার হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					