প্রতিদিন আমাদের কাছে শত শত মেসেজ আসে ইনবক্সে । গড়ে প্রতি ৫ মিনিটে ১টি মেসেজ আসে । তথ্য দিয়ে সহায়তার সাধ্যমতন চেষ্টা করে যাচ্ছি আমরা, প্রবাসী সব ভাই-বন্ধুদের একটু উপকারেও যদি লাগতে পারি । সেসব মেসেজের বহুলাংশে থাকে একটি জিজ্ঞাসা । কফিল পরিবর্তন বা নগল কাফালা বিষয়ক জিজ্ঞাসা । আশা করছি এই পোস্টে আপনারা উত্তরগুলো পাবেন । এই পোস্টটি বেশি সংখ্যক প্রবাসীর কাছে ছড়িয়ে দিন । আর ইনবক্সে এই বিষয়ক জিজ্ঞাসা থেকে বিরত থাকুন, দয়া করে । তাহলে, আমরা পরবর্তীতে আরো অন্যসব বিষয়ে লিখে, তথ্য দিয়ে জানাতে পারবো আপনাদের ।
চার অবস্থায় আপনি নির্দ্ধিধায় মালিক বা কোম্পানী পরিবর্তন করতে পারেন, বর্তমান মালিকের অনুমোদন ছাড়াই । প্রয়েজনে মক্তব আমেলে (মিনিস্ট্রি অব লেবার) যোগাযোগ করতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন ।
১.কফিলের মক্তব আমেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে । কফিলের কোনরকম পেপার বা অনুমোদন ছাড়া আপনি পছন্দসই যে কোথাও ট্রান্সফার হতে পারবেন ।
২. আপনি নতুন হলে, তিনমাসের মধ্যে আকামা না দিলে, বা বর্তমান কফিলের কাজ না থাকলে আপনি মক্তব আমেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন । তারা আপনার ট্রান্সফারে সহায়তা দেবে ।
৩. কফিল যদি আপনার আকামা নবায়ন না করে, আপনার আকামা এক্সপায়ার হয়ে যাবার পর, একমাস চলে গেলে, কফিলের অনুমোদন ছাড়া আপনি কফিল বা কোম্পানী পরিবর্তন করতে পারবেন ।
৪. আপনার নিয়োগকর্তা যদি ৩ মাস বেতন বকেয়া রাখে এবং ৩ মাসের মধ্যে বকেয়া বেতন না দেয়, আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কফিল বেছে নিতে পারবেন ।
* আর আপনার যে সমস্যাগুলো থাকলে আপনি, কফিল পরিবর্তন করতে পারবেন না ।
১. মেয়াদউত্তীর্ণ পাসপোর্ট । আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে
২. অবৈধ ভিসা । আপনি যদি অবৈধভাবে সৌদি আরব অবস্থান করেন তাহলে ট্রান্সফার সম্ভব না ।
৩. আপনার কফিল বা স্পনসরের কোনো ট্রাফিক ভায়োলেশন থাকলে । মানে যদি তার নামে কোন ট্রাপিক পুলিশের মামলা বা জরিমানা থাকে, ওগুলো পরিশোধ না করা পর্যন্ত আপনি ট্রান্সফার নিতে পারবেন না ।
৪. শ্রম মন্ত্রণালয় ( MOL ) আপনার কফিল পরিবর্তনের অনুমোদন না দিলে ।
৫. আপনি হুরুব বা পলাতক অবস্থায় থাকলে, কফিল মতলুব দিয়ে রাখলে আপনি ট্রান্সফার হতে পারবেন না ।
৬. কফিল পরিবর্তনের জন্য আপনার প্রয়োজনীয় খরচগুলো, যেমন ট্রান্সফার ফি ইত্যাদির জন্য পর্যাপ্ত অর্থ আপনার না থাকলে ।
তথ্যসূত্র : মিনস্ট্রি অব লেবার (MOL), সৌদি গেজেট