হাবিপ্রবিতে বিক্ষোভ, কোটা সংস্কারে দাবি

হাবিপ্রবিতে বিক্ষোভ, কোটা সংস্কারে দাবি

কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং ঢাকা-দিনাজপুর মহাসড়কে বিক্ষোভ করে করেন শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা সাম্প্রতিক অান্দোলনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বিভিন্ন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানান ।