টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সেকশন ইনচার্জ শাহিন আলম আহত হয়েছেন।
আগুনে কারখানার শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে অবস্থিত নাসির গ্লাসওয়্যার কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটা ২০ মিনিটের সময় কারখানার প্রধান প্লান্টের গ্লাস তৈরির লিকুইড ফার্নেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে তাদের সঙ্গে টাঙ্গাইল, বাসাইল ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে কারখানাটির প্রায় শত কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার এজিএম জয়নুল আবেদীন জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. কফিল উদ্দিন জানান, ফ্যাক্টরির লোকজনের ভাষ্যমতে লিকুইড ফার্নেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।