মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া করেছিল ট্রাম্পের প্রচারশিবির। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটি ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহার করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সম্প্রতি তদন্ত শুরু হয়েছে।
শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুক্তরাজ্যেও ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে। প্রতিষ্ঠানটির প্রধান অ্যালেক্সান্ডার নিক্সকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।
ক্যামব্রিজ অ্যানালিটিকা মূলত একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান। ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহারের অভিযোগ ওঠার পর ফেসবুকের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
লন্ডনভিত্তিক সিএর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
মার্কিন আইন অনুসারে সামাজিকমাধ্যমের গোপনীয়তা নীতিমালার বাইরে গিয়ে তথ্য নেয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীকে সতর্ক করতে হবে ও তাদের অনুমতি নিতে হবে।
ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার খবরে ফেসবুকের শেয়ারের মূল্যপতন ঘটেছে।