বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো, মোবাইল ওয়ালেটভিত্তিক অ্যাপ 'আইপে'।
বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে আইপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
স্মার্টফোন ব্যবহারকারীদের ইচ্ছেমতো কেনাকাটা ও লেনদেনের সব সুবিধা দিতে, বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো দেশের প্রথম ই-ওয়ালেট সেবা আইপে। ইচ্ছেমতো কেনাকাটা ও নিরাপদ লেনদেনের সব সুবিধা থাকছে এই অ্যাপে।
এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো, রিকোয়েস্ট মানি, ইউটিলিটি বিল পেমেন্টসহ মোবাইল ফোনে ব্যালেন্সও রিচার্জ করা যাবে।
আইপে'র প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন জানান, যে কোনো স্থানে, যে কোনো সময় টাকা আদান-প্রদানের নিরাপদ ও সহজ মাধ্যম হচ্ছে আইপে।
২০১৪ সাল থেকে নেয়া হয় আইপের যাত্রা শুরুর প্রস্তুতি। এরইমধ্যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে আইপে বাংলাদেশ ব্যাংকের পিএসপি লাইসেন্স পেয়েছে।
'আইপে হলো রিয়েল টাইম অনলাইন পেমেন্ট সিস্টেম। অনলাইন ছাড়াও দোকানে থাকা ছোট একটি কোড স্ক্যান করে আইপের মাধ্যমে যে কেউ বিল পরিশোধ করতে পারবেন।
আইপের যাত্রাকে, দেশের ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আইপে বাংলাদেশে ক্যাশলেস সমাজ তৈরিতে ভুমিকা রাখবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।