সোনালী ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক শাহেদ আলী

সোনালী ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক শাহেদ আলী

মো. শাহেদ আলী সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট ডিভিশনের উপমহাব্যবস্থাপক ছিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জনকারী শাহেদ আলী ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার গ্রেড-৫ (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সোনালী ব্যাংকের বৈদেশিক শাখাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখার ব্যবস্থাপক, প্রিন্সিপাল অফিসপ্রধান ও করপোরেট শাখাপ্রধান হিসেবে কাজ করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনেও অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। —বিজ্ঞপ্তি