প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কোনো শিক্ষক বা অন্য কেউ জড়িত থাকলে ছাড় দেয়া হবে না; দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।
বুধবার সকালে, জাতীয় প্রেসক্লাবে দুর্নীতিবিরোধী মানববন্ধনে এ কথা বলেন ইকবাল মাহমুদ। তিনি জানান, কোচিংচক্রই হোক বা অন্যকেউ, দুদক সার্বক্ষনিক তাদের উপর নজর রাখছে।
শিক্ষা ব্যবস্থাকে যারা কলুষিত করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক দৃশ্যমান ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন দুদক প্রধান।