বাংলাদেশের কাছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেডের বিদ্যুৎ বিক্রি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
তাদের দাবি, অন্য দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় দেশী কয়লা ব্যবহার করা যেতে পারে না।
ভারতের বেসরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলোর সংস্থা অ্যাসোসিয়েশন অব পাওয়ার প্রডিউসার (এএপি) দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে দেয়া এক চিঠিতে জানিয়েছে, এ ধরনের বিক্রি পরিকল্পনা বিদ্যমান নীতির লঙ্ঘন এবং এতে স্থানীয় ভোক্তাদের স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে।
এএপি আরো জানিয়েছে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) তাদের দরপত্রে আহ্বানে জিজ্ঞাসা করেছিল, ভারত যদি বিদ্যুৎ সরবরাহ করে, সেক্ষেত্রে দেশটি নিজস্ব কয়লা ব্যবহার করবে কি না।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সরকার আমদানি করা কয়লা ব্যবহার করবে অথবা দরপত্রের মাধ্যমে কলায় কিনবে- এ মর্মে ভারত সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছে দেশটির বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ১৫ বছরের কাজ পায় ভারতের এনটিপিসি। চলতি বছরের জুন থেকে ৪.৩৬ টাকা মূল্যে ওই বিদ্যুৎ সরবরাহ করার কথা ছিল। এতে ভারত বছরে পেতো ৯০০ কোটি রুপি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ বিষয়ে নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়। সে আলোকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কথা ছিল ভারতের।