সুস্থ থাকতে বেশি করে ঘরের কাজ করুন। ঝাঁট দেওয়া, বাসন মাজা, সবজি কাটা, রান্না করা, জল ভরা। তাহলেই সুস্থ থাকবে শরীর। মহিলাদের সুস্থ থাকার জন্য এমনই অভিনব দাওয়াই দিল রাজস্থান শিক্ষা দফতরের মাসিক পত্রিকা ‘শিভিরা’। আর এই নিয়েই দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছে। পত্রিকায় লেখা হয়েছে, মহিলারা শরীর সুস্থ রাখতে ঘর পরিষ্কার করুন, মশলা বাটুন, লস্যি বানান, রান্না করুন, বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলা করুন। দিনের অধিকাংশ সময় ঘর গেরস্থালির কাজ করুন।
শরীর সুস্থ রাখতে কী করতে হবে? এই নিয়ে ১৪টা ‘সহজ উপায়’ বলা হয়েছে পত্রিকায়। শরীর সুস্থ রাখার জন্য রোজ নিয়ম করে হাঁটা, দৌড়ানো, ঘোড়ায় চড়া, সাঁতার কাটার মত বিভিন্ন শারীরিক কসরত করার কথা বলা হয়েছে পত্রিকায়। পাশাপাশি মহিলাদের উদ্দেশে ওই পত্রিকার পরামর্শ, ঘর-গেরস্থালির কাজ করুন। তবে এভাবে শুধু মহিলাদের ঘরের কাজ ‘করতে বলা’ লিঙ্গ বৈষম্যের নিদর্শন বলে দাবি করেছেন অনেকেই। এমনকী ওই পত্রিকায় শরীর সুস্থ রাখতে ‘আধপেটা’ খাওয়ার কথাও বলা হয়েছে। পত্রিকায় আরও দাওয়াই, যতটা খিদে পেয়েছে তার অর্ধেক পরিমাণ খাবার খান। বাকিটা ‘জল আর হাওয়া খেয়ে’ ভরান। শিক্ষা দফতরের পত্রিকায় এমন ‘আজব’ পরামর্শ ঘিরে বিতর্ক শুরু হওয়ার পরই ভুল স্বীকার করে সাফাই দিয়েছেন মধ্যশিক্ষা বোর্ডের নির্দেশক তথা পত্রিকার প্রধান সম্পাদক নাথমল দিদেল। তিনি বলেন, সমাজে সাধারণ নিয়মে যা হয়ে আসছে পত্রিকায় সেটাই বলা হয়েছে। এর পিছনে বৈষম্য তৈরির কোনও অভিপ্রায় নেই। তবে, পত্রিকায় আলাদা করে শুধু মহিলাদের ঘরের কাজ করতে বলা উচিত হয়নি বলেই মনে করেন তিনি।