পুজো এসে গেল। আর পুজো মানেই দেদার সাজগোজ। আর তার জন্য দরকার নিজেকে ঠিকঠাক মেন্টেন করা। মেয়েরা চায় রোগা হতে, আর ছেলেরা চায় স্কিনটাইট আউটফিটে যেন ফিট দেখায়, মাশলটা ঠিকঠাক বোঝা যায়।
কিন্তু রোগা থেকে মোটা হওয়া যত সহজ, মোটা থেকে রোগা হওয়া ততটাই কঠিন। কিন্তু একটা সহজ উপায় আছে রোগা হওয়ার। জিরা। রান্না ঘরের এই উপাদানটি আপনাকে দ্রুত মেদ ঝরিয়ে ফেলতে সাহায্য করবে। জেনে নিন কিভাবে?
রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি জিরার আরও একটি বিশষ গুণ রয়েছে যা কিনা বাড়তি ওজন নিয়ে ভোগা মানুষদের জন্য খুব উপকারী৷ জিরে ভেজানো জল বাড়তি মেদ কমাতে সাহায্য করে থাকে৷ জিরে ভেজানো জল রোজ সকালে খালি পেটে খেলে মেদ ঝরতে শুরু করবে।
জিরে ভেজানো জল খেলে আপনার শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়৷ যা ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। মাত্র 15 দিনেই ফল পেতে পারেন।
প্রথমে এক গ্লাস জল ফুটিয়ে নিন৷ ফুটন্ত জলে 2 চা চামচ জিরে দিয়ে সামান্য ফুটিয়ে জল ঠাণ্ডা করুন। পরদিন সকালে উঠে খালি পেটে খেয়ে নিন এই জল।
জিরে ভেজানো জলের সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার ডায়েটের দিকে নজর রাখেন তাহলে এই পুজোতে আপনার সাধের 24 সাইজের জিন্স গলিয়ে বেরিয়ে পড়তে পারেন প্যান্ডেল হপিংয়ে।