SSC-2020 ফলাফল এর প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে

SSC-2020 ফলাফল এর প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে

২০২০ সালের এস এস সি রেজাল্ট এবার ভিন্ন প্রেক্ষাপটে। এবার শিক্ষার্থীরা রেজাল্ট নিবেন ঘরে বসে স্বাস্থ বিধি মেনে। করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ মে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

SSC-2020 ফলাফল এর প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিনে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি আপনার মোবাইলে ফলাফল পেতে আপনার প্রিয় নাম্বার থেকে এখনি টাইপ করুনঃ SSC<>Board Name<>Roll<>Year আর পাঠিয়ে দিন 16222 নাম্বার এ যেকোন মোবাইল হতে। 

এছাড়ার আগের মত শিক্ষা বোর্ড ওয়েবসাইট  থেকোও জানা যাবে SSC-2020 এর ফলাফল । 

SSC Result 2020 with Full Marksheet দেখতে শিক্ষা বোর্ড ওয়েবসাইট  http://www.educationboardresults.gov.bd   ভিজিট করে  শিক্ষা বোর্ড , রোল, রেজিঃ নং দিয়ে ফুল মার্কশিট দেখা যাবে। এর জন্য কোন খরচ বা চাজ লাগবে না।

Intermediate and Secondary Education Boards Bangladeshhttp://www.educationboardresults.gov.bd