শর্ত মেনে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে খাগড়াছড়ি।

শর্ত মেনে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে খাগড়াছড়ি।

পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি তবে তা শর্তসাপেক্ষে সীমিত পরিসরে কক্সবাজার,রাঙ্গামাটি,বান্দরবান ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে

 

পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ২৩ আগস্ট রবিবার  করোনাভাইরাস বিষয়ক জেলা কমিটির সভা শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তিনি জানান, ২৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ছয় শর্ত মেনে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝর্ণা, আলুটিলা পর্যটন কেন্দ্র মায়াবিনী লেক সীমিত পরিসরে খুলে দেয়া হবে

 

খাগড়াছড়ির জেলা প্রসাশন পর্যটন কেন্দ্রগুলোর জন্য মাস্ক পরিধানসহ ছয়টি শর্ত বাধ্যতামূলক করেছে, যা দর্শনার্থীদের অবশ্যই মেনে চলতে হবে শর্তের মধ্যে পর্যটনকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরিধান, স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে প্রবেশ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যটন কর্পোরেশনের স্বাস্থ্যবিধি মেনে চলা অন্যতম

 

করোনাভাইরাসের কারণে গত দুই দশকে গড়ে ওঠা খাগড়াছড়ির পর্যটন খাত সবচেয়ে কঠিন সময় পার করছে। পর্যটকশূন্য হওয়ায় টানা আর্থিক ক্ষতির মুখে এই খাত। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলার পর্যটন সংশ্লিষ্টরা। তারা মনে করেন এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রাণ ফিরে পাবে পাহাড়ের পর্যটন শিল্প।