পুনর্ব্যবহারযোগ্য চার্জেবল ফেস মাস্ক আনছে এলজি

পুনর্ব্যবহারযোগ্য চার্জেবল ফেস মাস্ক আনছে এলজি

সেপ্টেম্বরে বাজারে বাজারে আসবে এলজির পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার যুক্ত ফেস মাস্ক। তখন এই মাস্কের দাম জানাবে এলজি

 

পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার যুক্ত ফেস মাস্ক আনছে এলজি প্রতিষ্ঠানটি দাবি করছে এই চার্জেবল এই মাস্ক ব্যবহার করে টানা ঘণ্টার সুরক্ষা মিলবে

 

এলজির পুনর্ব্যবহারযোগ্য এয়ার পিউরিফায়ার যুক্ত এই ফেস মাস্ক চার্জেবল। মাস্কটিতে একটি ৮২০ এমএএইচের ব্যাটারিও রয়েছে। যেটির সাহায্যে অন মোডে ঘণ্টা পর্যন্ত আর হাই মোডে ঘণ্টা পর্যন্ত সক্রিয় ভাবে কাজ করবে

 

মাস্কের ফিল্টারটি কখন পরিবর্তন করা প্রয়োজন, তা এলজি থিন কিউ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে

 

বায়ু পরিশুদ্ধ করতে এই মাস্ক দুটি এইচ১৩ এইচইপিএ ফিল্টার ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফেস মাস্কে তিন স্পিড লেভেল যুক্ত ডুয়েল ফ্যান ব্যবহার করা হয়েছে যেগুলো শ্বাস-প্রশ্বাসের সময় স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে