আসছে ফাইভজি প্রযুক্তির সাড়ে ৭ কোটি আইফোন। চলতি বছরের মধ্যেই ৭৫ মিলিয়ন ফাইভজি প্রযুক্তির আইফোন তৈরি করতে চায় মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেটেড।
শুধু আইফোন নয়, বিপুল অ্যাপল ওয়াচ মডেল, নতুন আইপ্যাড এয়ার ও ছোট হোমপড তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসেই চার মডেলের নতুন ফাইভজি প্রযুক্তির এ ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। যেসব ফোনে থাকছে নতুন ডিজাইনের সঙ্গে বড় আকারের স্ক্রিন। এ ছাড়া নতুন মডেলের আইপ্যাড এয়ার, দুই মডেলের অ্যাপল ওয়াচ, এয়ার ফোন ও নতুন অ্যাপল টিভি বক্স বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
যদিও এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। এমনকি এই প্রতিবেদন প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য চাইলে রয়টার্সের অনুরোধেও সাড়া দেয়নি তারা।