ভাসমান স্টোর চালু করলো অ্যাপল

ভাসমান স্টোর চালু করলো অ্যাপল

অ্যাপল প্রথমবারের মতো চালু করলো ভাসমান স্টোর এটির মাধ্যমে গ্রাহকরা নতুন এক অভিজ্ঞতা নিতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি

 

বৃহস্পতিবার সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল স্টোরটি চালু হয়েছে। কাঁচের ওই ভাসমান স্টোরে খুচরা পণ্য বিক্রি করবে অ্যাপল। এটি নিয়ে সিঙ্গাপুরে মোট তিনটি স্টোর চালু করলো প্রতিষ্ঠানটি

 

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক টুইটে লিখেছেন, সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে নতুন একটি স্টোর চালু করতে পেরেছি। এটি যে কাউকে নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলে মনে করছি। একইসঙ্গে তিনি স্টোরটিতে সবাইকে স্বাগত জানিয়েছেন

 

জানা গেছে, ভাসমান স্টোরটি অনেকটা গম্বুজের মতো। ১১৪ টুকরা কাঁচ দিয়ে তৈরি এই ঘরে মাত্র ১০টি সরু মুলিয়ন। এই কাঠামো তৈরি করা হয়েছে রোমের পান্থওনের দ্বারা। এতে কিছু আলোকরশ্মির ব্যবহার করা হয়েছে, যাতে গেলে মনে হবে মহাকাশে ভ্রমণ করা হচ্ছে

 

২০১৭ সালে সিঙ্গাপুরের নাইটসব্রিজ ভবনে দেশটিরন প্রথম অ্যাপল স্টোর চালু করা হয়। এরপর গত বছরের জুলাইয়ে দেশটির জুয়েল চাঙ্গি বিমানবন্দরে আরেকটি স্টোর চালু করে অ্যাপল