গ্যালাক্সি এফ সিরিজের ফোন আনছে স্যামসাং। এই সিরিজের ফোনের দাম হবে ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। পাশপাশি এই ফোনে গুরুত্ব পাবে ক্যামেরায়।
জানা গিয়েছে, আগামী মাসেই লঞ্চ হতে পারে এই ফোন। মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে এই ফোন আসবে অনলাইনেই। সেখান থেকে গ্রাহকেরা কিনতে পারবেন।
ইতিমধ্যয়েই ফোন সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে দ্রুত এই ফোনের টিজার লঞ্চ করা হবে। সেখান থেকেই বোঝা যাবে কি ধরনের ফিচার থাকবে এই ফোনে।
পাশাপাশি মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই রয়েছে স্যামসাংয়ের ইভেন্ট। সেখানেই এই ফোনের প্রথম লুক লঞ্চ করা হতে পারে। পাশাপাশি মনে করা হচ্ছে সাধারণ গ্রাহকদের কথা ভেবে এই ফোনে বিশেষ গুরুত্ব পাবে ব্যাটারি।