সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ট্রেন্ডের নাম ‘কাপল চ্যালেঞ্জ’ (#couple challenge)। এই ট্রেন্ডে টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুকে নিজেদের পার্টনারের সাথে ছবি শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
সম্প্রতি এক টুইটে ভারতীয় পুলিশ ব্যবহারকারীদের তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে সতর্ক করেছে। পুলিশ বলছে, ছবিগুলো নানা অসৎ কাজে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।
এরই মধ্যে ইন্সটাগ্রামে ‘কাপল চ্যালেঞ্জ’ হ্যাশট্যাগে ৩৭ হাজারের বেশি ছবি শেয়ার দেয়া হয়েছে। সময়ের সঙ্গে এই সংখ্যা বেড়েই চলছে।
এই চ্যালেঞ্জের মাধ্যমে অনেক ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের প্রিয় সেলিব্রিটিদের সাথে ছবিগুলো ফটোশপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেড়ে দিচ্ছেন।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিক করে কিছু পোস্ট করলে তা যে কেউ তা দেখতে পারে। সেই ছবি ডাউনলোড করে অনেকে সম্পাদনা করে সাইবার অপরাধমূলক কাজও করে।
এ চ্যালেঞ্জ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে যে কোন পোস্টের ক্ষেত্রে ফ্রেন্ডস অনলি করে পোস্ট করার পরামর্শও দিয়েছেন।