রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। সকল ভর্তি প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
গত ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫৯টি বিভাগে মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত তিন দফায় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া চলছে।
আসন শূন্য থাকায় আগামী ৪ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে ভর্তি চলবে। এছাড়া প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি-নাতনি কোটা, পোষ্য কোটা, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী কোটার ভর্তি প্রক্রিয়াও শেষের দিকে।
ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd তে পাওয়া যাবে।
গত ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর চার হাজার ৬৩৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় তিন লাখ ১৬ হাজার ১২০ পরীক্ষার্থী।