২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত । ১ ঘণ্টার এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
আবেদন জমা পড়েছে এবার ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। সে হিসাবে এই বছর ১টি আসনের জন্য ২৫ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। গত বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাহলে এ বছর আসন প্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।